
অনেক নিবিড় নিভৃত মনে উজ্জল করে রেখেছি তোমায়,তোমার ঘর৷ সাংসারিক অহংকারে৷ অপার বৈভবে পালকের মতোন জন্মজালে। ছিঁড়ে গেছে আমার সব টুকু দায়। দিবস রজনী বহাল কষ্টে। একটা শরীরের ভেতর তুমি,তোমার ভেতরে আমি আরেকটা শরীর হয়ে। হেরে যদি আমি যাই তুমি থেকো আমার খুব কাছে, মনে রেখ একটি কথা…. যতই কাছছাড়া হবে ততই হার জিৎ! আসবে…