সংসার উৎসবে

অনেক নিবিড় নিভৃত মনে

উজ্জল করে রেখেছি তোমায়,তোমার ঘর৷

সাংসারিক অহংকারে৷

অপার বৈভবে পালকের মতোন জন্মজালে।

ছিঁড়ে গেছে আমার সব টুকু দায়। দিবস রজনী  বহাল  কষ্টে।

একটা শরীরের ভেতর তুমি,তোমার ভেতরে আমি

আরেকটা শরীর হয়ে। হেরে যদি আমি

যাই তুমি থেকো আমার খুব কাছে,

মনে রেখ একটি কথা….

যতই কাছছাড়া হবে ততই হার জিৎ!

আসবে জন্ম মৃত্যুর অনিবার্য চাবুক৷

হেসে যদি ওঠে দশ দিগন্ত, আমাদের মনের আঙিনার  ষড়যন্ত্রের কীটনাশক

কানা কুঁদো বিরক্তিকর অন্ধকার

জ্বালা যন্ত্রণা কাঙাল কলরোলে ৷

তুমি তবুও বহাল! নিবিড় ছন্দে  শুধু গেয়ে ওঠো অপূর্ব  গান আমার কান জুড়ে  ভেসে  আসে  ভায়োলিনের  কান্না

প্রেমের মমতা ভরা  এক  ছায়াময় গৃহ।

যেখানে ‍পরাণ উথালপাতাল করা

নিবিড় এ-সংসারের প্রিয় উৎসব।

Leave a Comment