বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ব প্রেক্ষাপটের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে, এই সংগ্রাম পরিণতি অর্জন করেছে ধাপে ধাপে, সেখানে নারীর বলিষ্ঠ ভূমিকা বিদ্যমান। ১৯৬৯ এর গন- আন্দোলনে নারীরা ও ছাত্রী সমাজ সক্রিয়ভাবে অংশ নিয়েছে। অমানবিকতার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান কোন অংশে কমনয়। ১৯৭১সালে বীথিকা বিশ্বাস ও শিশির কণা পাকিস্তানি সৈন্যদের গান বোট গ্রেনেড মেরে উড়িয়ে দেয়।…