সুখবর যখন এলো

সুখবর যখন এলো
শরীরে তখন সদ্য প্রকাশিত
দিঘির মত টলটলে যৌবন
কিন্তু দুচোখে আমার কান্না।

সুখ তুমি যখন এলে
একটু ভাতের অপেক্ষায়
মাটিতে শুয়ে সপ্ন দেখি
মাথার পাশে একথাল ভাত
ধোঁয়া ওঠা সাদা সাদা ভাত।

যে কথাটা বলার জন্য
এক পশলা দুঃখ নিয়ে
নিশীথকালে আমার কান্নার
আপন আলোয় আলোকিত তুমি
কড়া নেড়ে দাঁড়িয়ে ছিলে একা।

শিকড়ে বাকরুদ্ধ আমার মন
হারিয়েছে সকল ভালবাসা।
ভালবাসার গল্প গুলো এমন কেন?
যখন চায় তখন  পায় না,
খুব সম্ভবত হারিয়ে যাবার জন্য এক
নতুন অনুচ্ছেদ তৈরি করার ইতিহাস।

Leave a Comment