যে মানুষটি সপ্ন দেখতে শিখিয়েছে
বাঙ্গালীদের মনে জাগিয়েছে শক্তি
সাহস নিজস্ব ভাষা,দেশ,অধিকার
পাওয়ার এক অদম্য ইচ্ছা।
বিগত ইতিহাসে বাঙ্গালীরা সহ্য করেছে না পাওয়ার কষ্ট, যাতনা
হয়েছে নিগৃহিত দিনের পর দিন।
আমাদের জীবনে বরপূত্র হিসাবে
ধরা দিলেন শেখ মুজিবর রহমান।
যার জন্য বাংলার মাটি হলো ধন্য
যে চোখে ছিলো সোনার বাংলা
তিনি আমাদের দেহের কোষে
হৃদপিন্ডে স্বাধীনতার স্বপ্ন জাগায়।
নিজস্ব ভূমির ফসল তোলার জন্য
একজন কৃষক কতটা মরীয়া এই
কথা টি একমাত্র জানেন বঙ্গবন্ধু।
তাই তো তিনি জাতির পিতা ! যার
কন্ঠে ঝলসে ওঠে…..
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ‘।