
এই শীতে আমি ফিরে যাব আমলকির বনে। আমার অস্তিত্বের ঠিকানা বাংলাদেশের মানুষ আমার সহজ সরল শৈশবের সেই গ্রামে…. যেখানে আমাদের মা খালারা ব্যাস্ত ছিলো নানান রকম পিঠা পুলির সম্ভার নিয়ে। খোকন যাবে শহরের সব রকম কোলাহল ফেলে মায়ের জন্য শ্রেষ্ঠ উপহার তার সন্তান ফিরবে। পিতার জায়নামাজে আশ্রয় গ্রহণ করার জন্য শীতের মরসুম এ আপনজনের কাছে…