এবার ঘরে ফেরার পালা

গলির ভেতর রিকশার খোঁজে দুজনেই একসাথে হাঁটছিল। কেউ কারো দিকে তাকাচ্ছিল না, নীরবতার মধ্যেও কী যেন একটা দূরত্ব ওদের আক্রান্ত করে অযাচিতভাবে।

মোড়ের সামনেই একটা মুদি দোকান। ছেলেটি হঠাৎ করেই মোড় ঘুরে দাঁড়াল ঐ দোকানে, হাত বাড়িয়ে আগুন চাইল । পকেট থেকে সিগারেট বের করে ধরাবার চেষ্টা করছে; যেহেতু হাত কাঁপছিল তাই ঠিকমতো ধরাতে পারল না, যার কারণে একটু জ্বলে উঠেই আগুন নিভে গেল । আবার দ্রুত হাঁটতে লাগল ।

Description

জীবন চলার পথে জটিলতা,

অস্থিরচিত্ততা এড়ানো কষ্টকর। সমাজে

নারী হয়ে জন্ম নেবার জ্বালা আছে।

নিষ্টুরতা লোভ-লালসা, জীবনসংগ্রামের

নিত্যসঙ্গী; সেই থেকে মানুষের ভালো

থাকার অভিনয়ে কিছু সামাজিকতা ধরে

রাখার মিথ্যা প্রয়াস। মূলত হৃদয়

সম্পর্কে টানাপোড়েন, আবেগ অভীপ্সা

এই গল্পগন্থে উঠে এসেছে। অসহায়

কোনো নারীর বাঁচার চেষ্টা, অপরদিকে

প্রবল ব্যক্তিত্বসম্পন্না নারীর স্ব-ইচ্ছা

স্থাপনে সফলতা। তুখোড় কোনো

প্রেমিক, যার আছে স্বপ্নময় ভালোবাসা।

অর্থাৎ চিরকালীন নির্ভরতার এক

মূল্যবান আবেগ আশ্চর্য মমতায়

স্পর্শ করার একটা প্রাণবন্ত প্রচেষ্টা ।

 

Reviews

There are no reviews yet.

Add a review

Your email address will not be published. Required fields are marked *